ছাতকে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণপিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ছাতক শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বাদ আছর শেষে কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের মন্ডোলীভোগ লাল মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পরবর্তী কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে ছাতক পৌর জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার। বক্তব্য রাখেন, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, নজমুল হোসেন, সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর ফয়জুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়াশিদ আলী, ২নং ওয়ার্ড সভাপতি কারী নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, হাফিজ কাওসার আলম, মিজানুর রহমান, লুৎফুর রহমান, মাওলানা আবুল কালাম। এসময় ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম, উত্তর শিবিরের সভাপতি আফজল হোসেন সহ স্থানীয় জামায়াত শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।