জৈন্তাপুরে ভারতীয় কসমেটিক সহ আ’ট’ক -২

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ২০০ পিছ নেভিয়া সফট ক্রিম সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন, আরিফ হোসেন (১৯)। তিনি গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর কালিনগর এলাকার আব্দুল আজিজের ছেলে। অপর জন হলেন সুমন আহমেদ (১৯)। তিনি জকিগন্জ উপজেলার জামডহর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর) বিকেল ৪:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের টিম বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনিতে অবস্থানরত তিনজনকে আটকের চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।
পরে পুলিশ ফোর্স অপর দুইজনকে আটক করে তাদের সাথে থাকা দুইটি কালো রংয়ের ব্যাগ হতে ২০০ পিছ ভারতীয় নেভিয়া সফট ক্রিম উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে পন্য গুলো নিয়ে আসার কথা স্বীকার করে।
পুলিশ জানায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পলাতক একজন ও আটক দুইজন মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আটক দুই আসামিকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।