সিলেটে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আ’ট’ক

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণসিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকার বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি ও মদ জব্দ করা হয়। এসময় অবৈধ বিয়ার ও মদ পরিবহনের অভিযোগে একজনকে আটক এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও আটক করে বিজিবি।
এছাড়া ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, অরিও বিস্কুটসহ চোরাচালানী মালামাল জব্দ করা হয় এবং মাল পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক আটক করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৩ লক্ষ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
আটককৃত আসামীকে ভারতীয় মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।