সিলেটে নিজের মা কে কু’পি’য়ে জখম করার অভিযোগে ছেলেকে আ’ট’ক করেছে পুলিশ

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় ৬০ বছর বয়সী বৃদ্ধ মা কে মাথায় কুপিয়ে জখম করার অপরাধে কুলাঙ্গার ছেলেকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক হওয়া আসামির নাম শুক্কুর আলি (৩৫)। সে উপজেলার কমলাবাড়ী মোকামটিলা এলাকার মৃত মোহাম্মদ আলি ওরফে পঁচা মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, উক্ত ঘটনায় আহত ওই ছেলের মা জুলেখা বেগম বসর (৬০) বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয় শুক্কুর আলি (৩৫) বাদী জুলেখা বেগমের নিজের সন্তান। সে খুব খারাপ প্রকৃতির। কোন কাজ কর্ম না করে শুধু টাকার জন্য পরিবারের সদস্যদের চাপ প্রয়োগ ও ঝগড়া সৃষ্টি করে রাখে।
ঘটনার দিন চলতি সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। বাদী জুলেখা বেগমের বড় ছেলের বিদেশ থেকে পাঠানো ৮০ হাজার টাকা শুক্কুর আলি বড় ভাইয়ের ঘর থেকে চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জুলেখা বেগমের পুত্র বধু শ্বাশুড়িকে জানালে তিনি শুক্কুর আলির নিকট টাকা ফেরৎ চান।
শুক্কুর আলি তখন টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানালে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘর থেকে দা এনে জুলেখা বেগমের মাথায় আঘাত করে। পরে পরপর আরো দুইবার দা দিয়ে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম হাতে কোপ লাগে। পরে গুরুতর আহত জুলেখা বেগমকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দীর্ঘ ২০ দিন সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে তিনি শনিবার (২৭শে সেপ্টেম্বর) জৈন্তাপুর মডেল থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার উপ -পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স বিকেল ৫:৩০ মিনিটে শুক্কুর আলিকে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকা হতে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন অভিযুক্তের মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।