সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আ’ট’ক

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণসিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২৮শে সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি কর্তৃক একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পেঁয়াজ, জিলেট ব্লেড, অলিভ অয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পুসহ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ জব্দ করা হয়। একই অভিযানে সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারী একাধিক নৌকাও আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।
এ বিষয়ে ৪৮ বিজিবি’র অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।