সৈয়দপুর থেকে সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল শুরু হচ্ছে

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ণউত্তরাঞ্চলের প্রধান বিমান যোগাযোগ কেন্দ্র নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গণশুনানির আয়োজন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে জানানো হয় শিগগিরই সৈয়দপুর থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর ডিপারচার লাউঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে যাত্রী, সুধীজন, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান। তিনি বলেন, যাত্রী সেবার মান বাড়াতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হচ্ছে। ফ্লাইট ভাড়া নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন। ইতোমধ্যে বিমানবন্দরের এয়ারফিল্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং যাত্রী সুবিধা নিশ্চিত করতে আরও প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সৈয়দপুর-চট্টগ্রাম রুটে চালু হবে। এর পরপরই সৈয়দপুর-সিলেট রুটে ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে। এতে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্পখাত আরও চাঙ্গা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের হাব হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং যাত্রী সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন, বেবিচকের পরিচালক ইফতেখার জাহান হোসেন এবং মানবসম্পদ ও সাধারণ প্রশিক্ষণ বিভাগের উপপরিচালক আবিদুল ইসলাম।