জৈন্তাপুরে ইমাদ হাশমীর রচিত ‘নিষিদ্ধ মানচিত্র’ উপন্যাস’র মোড়ক উন্মোচন

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে তরুন লেখক ইমাদ হাশমীর রচিত নিষিদ্ধ মানচিত্র উপন্যাস’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকপ উপন্যাসের মোড়ক উন্মোচন করেন জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার জর্জ মিত্র চাকমা।
এ সময় প্রধান অতিথি জর্জ মিত্র চাকমা বলেন,সৃজনশীল সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মননশীলতার বিকাশ ঘটে। নাটক উপন্যান-সাহিত্য প্রকাশের মধ্যে দিয়ে সমাজের নানাচিত্র ফুটে উঠে।
তিনি তরুন লেখক ইমাদ হাশমীর প্রতি অভিনন্দন জানান।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, বিশিষ্ট সমাজসেবা তাহির আলী কলাই, ইমাদ হাশমীর পিতা সমাজসেবী নূরুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, ফটোগ্রাফার হোসেন মিয়া, শিক্ষক মাহবুব আলম (বাদল), মাহবুবুর রহমান,লেখকের বড়ভাই বদরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল মতিন খসরু।