লন্ডনে আন্দোলন দেশে যুবলীগ নেত্রী জিবা বেগমের বাড়িতে হামলা-ভাংচুর
মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যে সরকার বিরোধী আন্দোলনের জের ধরে মৌলভীবাজার সদরের কান্দিগাও গ্রামে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা জিবা বেগমের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
যুক্তরাজ্য প্রবাসী ভুক্তভোগী জিবা বেগম মৌলভীবাজার সদর উপজেলার কান্দিগাও গ্রামের ইছাক আলী মেয়ে।
জানা যায়, গত ( ১৫ সেপ্টেম্বর ) ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন তিনি। পরবর্তীতে এসব ছবি যুক্ত করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের তীব্র সমালোচনা করে পোস্ট দেন।
এর জের ধরেই গতকাল মৌলভীবাজার সদরের কান্দিগাও এলাকায় তার গ্রামের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারটির। ভুক্তভোগীর পরিবারের দাবি এই হামলার সাথে বিএনপি জামাত ও এনসিপির কর্মীরা জড়িত।
এবিষয়ে, জানতে একাধিক বার কল দিয়েও মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।





