আধুনিক শহর সিলেটে এসএমপির ‘GenieA’ অ্যাপ উদ্বোধন

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণছবি: সংগৃহীত।
সিলেটকে আরও নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এটি নাগরিক ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আধুনিক প্রযুক্তিনির্ভর “GenieA” অ্যাপ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, অ্যাপটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার জানান, GenieA অ্যাপটি গুগল প্লে-স্টোর ও iOS থেকে ডাউনলোড করা যাবে।
আগামী ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে সব থানায় এটি চালু হবে।
প্রথম পর্যায়ে দুটি ফিচার চালু করা হয়েছে: এসওএস সাপোর্ট- যেকোনো বিপদে অ্যাপের এসওএস বাটনে ক্লিক করলে কন্ট্রোল রুমে পরিচয়সহ বার্তা পৌঁছাবে। তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশকে অবহিত করা হবে এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে; ইনসিডেন্ট রিপোর্টিং- নাগরিকরা যেকোনো অপরাধীর তথ্য পাঠাতে পারবেন। প্রয়োজনে তথ্য শুধুমাত্র পুলিশ কমিশনারের জন্যও সীমাবদ্ধ রাখা যাবে।
কমিশনার আরও জানান, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে অ্যাপে ১৬টি ফিচার যুক্ত হবে। এর মধ্যে রয়েছে- সিসিটিভি মনিটরিং ও AI-ভিত্তিক বিশ্লেষণ, শহরজুড়ে ড্রোন নজরদারি, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ, নাগরিক মতামত ও ইন্টারঅ্যাকশন সুবিধা, AI-ভিত্তিক আইনি পরামর্শ, জিডি ও মামলা লেখার সুবিধা, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সঙ্গে একীভূত সমন্বয়, দুর্ঘটনার খবর সরাসরি সংশ্লিষ্ট সংস্থায় ট্রান্সফার, ক্রাইম হিট ম্যাপ ও ট্রাফিক আপডেট, ট্রাফিক ফাইন পরিশোধের সুবিধা, জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস ও পরিবহন নিরাপত্তা ও সাইবার বুলিং প্রতিরোধ ব্যবস্থা।
কমিশনার নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি।’
অনুষ্ঠানে এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।