জৈন্তাপুরে ১৯টি মন্ডপে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গা পূজা

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৯ টি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হলো চলতি বছরের শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (২রা অক্টোবর) বিজয়াদশমীর দিনে জৈন্তাপুর উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে একে একে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করা হয়েছে। এ সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। দিনভর বৈরী আবহাওয়ার কারণে এ বছর সর্বশেষ সন্ধ্যা ৬:০০ ঘটিকা নাগাত ১৯ তম পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করা হয়।
উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত প্রান্তিক এলাকা গাতিগ্রাম সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি শ্রী ভক্ত রাম দাস বলেন, বিজয়াদশমীর দিন বিকেল ৩:০০ ঘটিকায় সারী নদীতে তারা প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করেন। একই ইউনিয়নের শ্রীপুর চা বাগান পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী রিপন গোয়ালা জানান বিকেল ৫:০০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে শ্রীপুর রাংপানি নদীতে তারা প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করেন।
৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত সরুখেল পশ্চিম সার্বজনীন বিশ্ব হরি দেবালয় পূজা মন্ডপের সভাপতি শ্রী সুজিদ কুমার দে বলে দুপুর ২:২০ মিনিটে মন্ডপের নিজস্ব পুকুরে তারা প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করেন। এছাড়াও চিকনাগোল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত হাবিব নগর চা বাগান পূজা মণ্ডপের সভাপতি শ্রী বাদল ব্যাক্তি জানান বিকেল ৪:০০ ঘটিকায় চা বাগানের নিজস্ব পুকুরে তারা প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করেছেন।
এদিকে জৈন্তাপুর উপজেলার অন্যতম বৃহৎ পূজা মণ্ডপ শ্রী শ্রী কালিবাড়ী পূজা মণ্ডপ হতে বিকেল ৫:০০ ঘটিকায় প্রতিমা বিসর্জ্জনের উদ্যেশ্যে দূর্গা প্রতিমা সহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি জৈন্তাপুর উপজেলা সদর প্রদক্ষিণ করে তামাবিল মহাসড়ক হয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন সংলগ্ন নয়াগাঙ নদীতে এসে পৌঁছে বিকেল ৫:২০ মিনিটে। পরে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেল ৫:৩০ মিনিটে প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করা হয়। এ সময় শোভাযাত্রা নির্বিঘ্ন করতে ও মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি দল ও ১৯ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উপজেলার সবকটি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে উপজেলা প্রশাসনের মনিটরিং টিম একে একে পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জ্জনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত ছিলো। এদিকে চলতি বছর জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন হওয়ায় সনাতন ধর্মালম্বী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলার সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।