বিশ্ব শিক্ষক দিবসে জৈন্তাপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ২:১৬ অপরাহ্ণবিশ্বজুড়ে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক “বিশ্ব শিক্ষক দিবস-২০২৫”পালন করা হলো সিলেটের জৈন্তাপুর উপজেলায়।
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
শনিবার (৫ই অক্টোবর) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় খাঁজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জর্জ মিত্র চাকমা।
এ সময় বক্তব্যে তিনি বলেন,
শিক্ষক শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নন, একজন শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মের গুণাবলি, নৈতিকতা ও দেশপ্রেম গঠনে প্রধান ভূমিকা রাখেন। গুণী শিক্ষকগণই গড়ে তোলেন গুণী শিষ্য। এই পেশার মর্যাদা ও গুরুত্ব সময়ের চেয়ে বহুগুণ বেশি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন
শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো: নাজির আলী ও শহিদ মিয়া,আবু সুফিয়ান, অঞ্জনা দেবী নাথ, আব্দুর রহিম, ফখরুল ইসলাম, সিরাজুল হক, বিকাশ চন্দ্র দেব, অলিউর রহমান, হাবিবুর রহমান, মামুনুল ইসলাম, কলিম উল্লাহ, ফয়েজ আহমেদ, নুরুল আলম, বুরহান উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।