জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ৮ হাজার ঘনফুট বালু জব্দ

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ বালু জব্দ করা হয়েছে।
রবিবার (৫ই অক্টোবর) বিকেল ৪:০০ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলা বাজার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে রাংপানি নদী সংলগ্ন ঘাটে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।
এ সময় অভিযান চলাকালে রাংপানি নদীর ঘাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা আট হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। পরে প্রশাসন ও টাস্কফোর্সের উপস্থিতিতে জব্দকৃত বালু গুলো স্পট নিলাম দেয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি টাস্কফোর্সের অভিযানে আরো অংশ নেয় জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র আওতাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা বলেন, জব্দকৃত বালু স্হানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উম্মুক্তভাবে নিলাম করা হয়ে। নিলামকৃত অর্থের পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার টাকা। তিনি বলেন পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় বালু উত্তোলন না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।