ছাতকে ১৬ টি ব্যাংক শাখার প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান

ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ
ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে এবং সোনালী ব্যাংক শাখার আয়োজনে আনুষ্টানিকভাবে কৃষি ঋণ বিতরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ছাতক পৌরসভা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যাংক শাখার গ্রাহকদের মধ্যে এসব ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৬ টি ব্যাংক শাখার উদ্যোগে উপজেলার ৬৭ জন কৃষকের মধ্যে ৬৭ লক্ষ ৬২ হাজার টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
ঋণ বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ্ বাংলা ব্যাংক ( পিবিসি) ছাতক শাখার ম্যানেজার সামস মোঃ জাবেদ সুফিয়ানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক (পিএলসি) সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের, সোনালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, জনতা ব্যাংক (পিএলসি) সিলেটের জেনারেল ম্যানেজার মো.বরিউল আলম, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংক (কৃষি ঋণ) সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সোনালী ব্যাংক (পিএলসি) ডেপুটি ম্যানেজার, প্রিন্সিপাল হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার বরজিত লাল সোম, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর।
ব্যাংক কর্মকর্তারা বক্তব্যে বলেছেন, সকল ব্যাংকের শাখা থেকে কৃষি ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। কৃষকরা ১০ টাকার বিনিময়ে একটি একাউন্ট চালু করে কৃষি ঋণ গ্রহণ করতে
পারবেন। সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার কর্মকর্তা মোহাম্মদ তোহা ও গীতাপাঠ করেন পল্লী ব্যাংক শাখার কর্মকর্তা বকুল দেবনাথ।