ছাতকের তারা বিলের মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

ছাতক প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
ছাতকের ‘তারা বিলে’র মুক্ত জলাশয়ে মৎস্যজীবী মালিকপক্ষের অর্থায়নে পোনা মাছ অবমুক্ত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান এসময় বলেন, কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাছের বংশবৃদ্ধি ও পরিবেশ রক্ষায় অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খানের বক্তব্যে স্হানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয়েছে।