সিলেট-৪ কে মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন অগ্রগতির রাজনীতি।
বিএনপি ক্ষমতায় থাকলে দেশের প্রকৃত উন্নয়ন হয়। জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য।
অবহেলিত সিলেট-৪ আসনের প্রতিটি জনপদকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার। আমি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাই এবং জনগণ যদি মূল্যবাান ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে তাহলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার স্থানীয় বারহাল বাজারে পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পথসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি জালাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আজিজুল, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এস এম শাহীন, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, যুবদল নেতা আলমগীর, তরিকুল, আবু বক্কর ও মাসুক প্রমুখ।