জৈন্তাপুর লালাখালে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড

জৈন্তাপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
জৈন্তাপুর উপজেলার লালাখাল (সারী নদী–৩) এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
শনিবার (১১ই অক্টোবর) বেলা ১২:৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারিকৃত সারি-৩ এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হওয়া ব্যাক্তির নাম আলাউদ্দিন (৩২)। সে উপজেলার কালিন্জিবাড়ী এলাকার তৈয়ব আলির পুত্র।
অভিযানে আটক ব্যাক্তিকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ০৪(খ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা কালে স্থানীয় প্রশাসনের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন এর দায়িত্বাধীন (১৯ বিজিবি) লালাখাল এর বিওপির টিম উপস্থিত ছিল।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, জেলা প্রশাসন, সিলেট এর নির্দেশনা মোতাবেক অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।