১ নভেম্ব থেকে সিলেট জুড়ে রেলপথ অবরোধ

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৩:৫৭ পূর্বাহ্ণ
সিলেট বিভাগে রেলপথ সংক্রান্ত চলমান আন্দোলন মীমাংসার জন্য ১০ অক্টোবর রেলওয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আন্দোলনকারীরা কোনো চূড়ান্ত সমাধান মেনে নেননি। এর ফলে আন্দোলনকারীরা আগামী ১ নভেম্বর শনিবার সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধের ডাক দিয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আন্দোলনকারীরা কুলাউড়া স্টেশন প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলও আয়োজন করে।
৮ দফা দাবি বাস্তবায়নের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, আন্দোলনটি গত আগস্ট মাসে সিলেট-ঢাকা রুটে রেললাইন সংস্কার, আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন দুটি বিশেষ ট্রেন চালু করার দাবিতে শুরু হয়। এরপর কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল, ভাটেরা, টিলাগাঁও, লংলা ও মাইজগাঁও স্টেশনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের মতো কর্মসূচি পালিত হয়।
২৭ সেপ্টেম্বর কুলাউড়া জংশন স্টেশনে অবস্থান ধর্মঘটের সময় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের ১৫ দিনের মধ্যে বৈঠকের প্রতিশ্রুতি দেন। পরে ১০ অক্টোবর তিনি ৩ সদস্যের প্রতিনিধি দলসহ কুলাউড়া জংশনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন।
আন্দোলনকারীরা বৈঠকে রেলওয়ের কর্মকর্তাদের প্রদত্ত প্রতিশ্রুতি গ্রহণ না করে তা প্রত্যাখ্যান করেছেন। সমন্বয়করা জানান, ৩১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর সিলেট জুড়ে রেলপথ অবরোধ কার্যকর হবে। সিলেটবাসীকে সেইদিন ট্রেন ভ্রমণ এড়াতে বলা হয়েছে।