জৈন্তাপুরে টিসিভি টিকাদান কর্মসূচি -২০২৫ এর শুভ উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাসব্যাপী টিসিভি (টাইফয়েড) টিকাদান কর্মসূচি -২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ই অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুজয় চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তফাজ্জল হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিএফপিআই সিরু মিয়া,এইচআই করুণা কান্ত দেব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টিসিভি একটি পার্শ্বপ্রতিক্রীয়া মুক্ত টিকা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ টাইফয়েড ঝুঁকিপূর্ণ। সে কারণে সময় মত এই টিকা নেয়া সবার জন্য জরুরী।
বক্তারা আরো বলেন, উদ্বোধনী দিনে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদের টিসিভি টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে আগামী ৪ সপ্তাহে ১৮ কর্ম দিবসের মধ্যে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। যদি শারীরিক অসুস্থতার কারণে কোন শিশু টিকা নিতে বিলম্ব হয় তাহলে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্হায়ী টিকাদান কেন্দ্র থেকে টিসিভি টিকা নিতে পারবে।
উল্লেখ্য নয় মাস থেকে অনুর্ধ্ব পনেরো বছর বয়স পর্যন্ত শিশুরা টিসিভি টিকার আওতায় থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী মাহফুজুল হক,আলেয়া বেগম, সুশীলন এর উপজেলা সমন্বয়কারী শেখ তরিকুজ্জামান, কমিউনিটি মবিউলাইজার নাজমিন বেগম,সেচ্ছাসেবী জামিল আহমেদ, রাহিম আহমেদ ও সুমাইয়া বেগম সহ অন্যান্যরা।