জৈন্তাপুরে এয়ারগান দেশীয় অস্ত্র সহ ১৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৭:০৩ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক বিশেষ অভিযানে এয়ারগান, দেশীয় অস্ত্র সহ প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
রবিবার (১২ই অক্টোবর) ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায়। এ সময় দরবস্ত ভাইটগ্রাম নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান, চারটি রামদা এবং দুটি ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা সমপরিমাণ।
এছাড়া একই দিন সীমান্তবর্তী এলাকায় বিজিবির জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপি’র পাঁচটি পৃথক টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় শাড়ি, ১৩টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানানো হয়।
দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত এয়ারগান ও দেশীয় অস্ত্র জৈন্তাপুর থানা পুলিশের হেফাজতে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।