সিলেট -ঢাকা মহাসড়কের দ্রুত সংস্কার দাবিতে চলে গণঅবস্থান ও মানববন্ধন

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ণ
সিলেটের সঙ্গে বৈষম্যের প্রতিবাদ ও এই অঞ্চলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় এ আন্দোলন।১৩ অক্টোবর সোমবার দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে নাজুক ও বেহাল ঢাকা-সিলেট মহাসড়কের দ্রুত সংস্কার দাবিতে চলে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি। এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এটি শুধু সড়ক নয়, এটি সিলেটবাসীর প্রাণরেখা। সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে এই গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঢাকা যেতে সময় লাগছে ২০ থেকে ২৫ ঘণ্টা। দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় গণঅবস্থানে বক্তব্য দেন বিএনপি নেতা নজমুল হোসেন পুতুল, হাসান পাটোয়ারী রিপন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, এনামুল হক, জিল্লুর রহমান সুয়েব, নিজাম উদ্দিন তরফদার, বদরুল ইসলাম জয়দু, সাঈদ আহমদ, আব্দুল কাদির সমছু প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি নিরসনসহ সিলেটের বিভিন্ন সমস্যার সমাধান, প্রকল্প বন্ধের প্রতিবাদ ও উন্নয়ন নিয়ে অনশনসহ প্রতীকী শাটডাউন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন-সমাবেশ করা হয়েছে। এদিকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহেরসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে দাবি আদায়ে আগামীকাল বুধবার ও ১ নভেম্বর অবরোধের পৃথক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।