গোয়াইনঘাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। কারণ তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করেন এবং তাদের মানসিক, সামাজিক ও শিক্ষাগত বিকাশে সহায়তা করেন। প্রাথমিক শিক্ষকগণ একজন শিক্ষার্থীকে সঠিক পথে চালিত করতে, শেখার ঘাটতি পূরণে এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষককের সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, বশির শরীফ ও ইন্সট্রাক্টর অফিসার আতাউর রহমান সহ গোয়াইনঘাট উপজেলার ১৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।