বানিয়াচংয়ে সিএনজি মালিক সমিতির নেতা এস আর সবুজ এর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা

বানিয়াচং প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ১:১৩ পূর্বাহ্ণ
বানিয়াচং সিএনজি মালিক সমিতির (১০৭৪) সাধারণ সম্পাদক এস আর সবুজ এর বিরুদ্ধে দৈনিক সমাচার পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সভা করেছে নতুন বাজার সিএনজি মালিক ও শ্রমিক সমিতি। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নতুন বাজার সিএনজি কার্যালয়ে মালিক সমিতির সভাপতি শেখ সোহেল আহমদ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তাগণ বলেন, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক এস আর সবুজ কোনো দিন আওয়ামীলীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত নন। তিনি দীর্ঘদিন যাবত আমাদের সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুচারুরূপে পালন করে যাচ্ছেন এবং ব্যক্তি হিসেবে অত্যন্ত সৎ।
যে বা যারা এ মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে তাদের সেই আশা পূরণ হবে না।
বক্তাগণ আরও বলেন, আমরা নতুন বাজার সিএনজি মালিক সমিতি ঐক্যবদ্ধ। আমাদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আমরা দৃঢ়ভাবে এ মিথ্যা সংবাদকে প্রত্যাখ্যান করছি।
সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি কোনদিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কখনো যুবলীগ করেন নি, একটি মহল তাকে হয়রানি করার জন্য যুবলীগের ট্যাগ দিচ্ছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি প্রায় দীর্ঘ ১৫ বছর যাবত সিএনজি শ্রমিক হিসেবে কাজ করছেন।। বর্তমানে নতুন বাজার সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় বক্তব্য রাখেন, মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল মিয়া, কোষাধ্যক্ষ কবির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু মিয়া, ম্যানেজার শমসের আলী, সদস্য সেলিম মিয়া, কালা শাহ, শ্রমিক দল নেতা আবু সুফিয়ান, মন্টু মিয়া, আয়াত আলী, ছোটন মিয়া, শাহ নূর মিয়া, হাসান মিয়া, পারভেজ মিয়া প্রমুখ।