বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার নব গঠিত ম্যানেজিং কমিটি গঠন
জকিগঞ্জ প্রতিনিধিঃঃ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার নব গঠিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে (১৬ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়। কমিটিতে
সভাপতি নির্বাচিত হয়েছেন কাকরিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লুৎফুর রহমান, শিক্ষানুরাগী নির্বাচিত হয়েছেন রাব্বানী ওভারসীজ এভিয়েশন এর পরিচালক আলহাজ্ব মাশহুদ আহমদ।
অভিভাবক সদস্যবৃন্দ হলেন, নজরুল ইসলাম (খালপার), নজরুল হক (বরকতপুর), সেলিম উদ্দিন (বরকতপুর), আং রশিদ (নানকার)
শিক্ষক সদস্য, জামাল আহমদ চৌধুরী, রানা প্রধান।
এই কমিটির সকল দায়িত্বশীলবৃন্দ এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা মাদ্রাসার অভিভাবক সহ এলাকাবাসীর





