মহাসড়কে লোড এক্সেল কন্ট্রোলিংয়ে মহাসড়ক স্হায়িত্বের গুরুত্ব অপরিসীম।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কে কোম্পানীগঞ্জ টোল প্লাজায় লোডিং এক্সেল কন্ট্রোল ও কোম্পানীগঞ্জ টোল প্লাজার আনুষ্ঠানিক যাত্রা শীঘ্রই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা উর্ধ্বতন সওজ কতৃপক্ষ হাতে নিয়েছেন বলে জানা গেছে।
এ উপলক্ষে ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের পাড়ুয়া অংশে কোম্পানীগঞ্জ টোল প্লাজার উদ্যোগে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ শে অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় এলাকাবাসীর সাথে মতবিনিময়ে নির্বাহী প্রকৌশলী সওজ সিলেট আমির হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন,সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টা মহাসড়কে লোড এক্সেল কন্ট্রোল স্টেশন (টোল প্লাজা) এবার আনুষ্ঠানিক যাত্রা হওয়ার পথে এতে এলাকাবাসীর সচেতনতা তৈরিতে কার্যক্রম চালুর প্রক্রিয়া সহজিকরণ লক্ষ্যেই মূলত আজকের এ মতবিনিময়। তিনি উপরোক্ত বিষয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মহাসড়কের স্থায়িত্ব, ব্যবসায়ী,জনগণের সুফলের কথা উল্লেখ করেন স্টেশনটি চালু হলে।
মতবিনিময়ে এক পর্যায়ে মুক্ত আলোচনায় এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী ফয়জুল হক ফজল,নজরুল ইসলাম, রুহুল আমিন, লিয়াকতের দাবী- মহাসড়কের সীমান্ত জিরো পয়েন্ট হতে ৪ কিলোমিটার পর্যন্ত ব্যবসায়ী কেন্দ্রস্হল কিন্তু ১ কিলোমিটার ভেতরে লোডিং স্কেল-এ ব্যবসায়ীদের বাড়তি সমস্যার কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের দাবী ব্যবসায়ী কেন্দ্রস্হলের সবাইকে স্কেলের আওতায় আনতে টোল প্লাজা ৪/৫ কিলোমিটার দূরে নেয়ার দাবি জানানো হয়। এতে সকল ব্যবসায়ীর সরকারি ট্যাক্স ফি আদায়ে সমতা সৃষ্টি হবে বলে জানান।
জবাবে, নির্বাহী প্রকৌশলী দাবির বিষয়ে যথাযথ কতৃপক্ষকে অবহিত করণের কথা জানান।
মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন উপ বিভাগীয় প্রকৌশলী সালা উদ্দিন সোহাগ ও অধঃস্হন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কাওছার আহমেদ কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, হোসেল মিয়া, এলাকার যুবসমাজ ও মুরব্বিগণ।
এদিকে নির্বাহী প্রকৌশলী প্রতিবেদকের সাথে সরাসরি আলাপকালে বলেন, সবার সহযোগিতায় ১০/১৫ দিনের মধ্যেই লোডিং এক্সেল কন্ট্রোল স্টেশন কোম্পানীগঞ্জ টোল প্লাজার আনুষ্ঠানিক উদ্বোধনী শুরু হওয়ার আশা ব্যক্ত করেন। শীঘ্রই এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সিনিয়র কর্মকর্তাগণ জেলা প্রশাসক মহোদয়সহ চূড়ান্ত আনুষ্ঠানিকতার বিষয়টি শীঘ্রই শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।





