কুলাউড়ায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবেদ রাজা: আসনের জয়ের লক্ষ্যে দৃঢ় প্রতিশ্রুতি
মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া:
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছেন অ্যাডভোকেট আবেদ রাজা। তিনি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দীর্ঘদিনের জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ।
চার দশকেরও বেশি সময় রাজনীতির মাঠে সক্রিয় আবেদ রাজা ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তিনি সুপরিচিত। ২০০১ সাল থেকে এ আন্দোলনে নিয়মিতভাবে কাজ করে আসছেন।
তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, সিলেটকে বিভাগে রূপান্তরের দাবি, টিপাইমুখ বাঁধ বিরোধী লংমার্চসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ‘সিলেট বিভাগ আন্দোলন’ ও ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ’-এর নেতৃত্বও তার অভিজ্ঞতায় অন্তর্ভুক্ত।
২০০৮ সালে বিএনপিতে যোগদানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং সেই বছরই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দি অবস্থার প্রতিবাদে কুলাউড়া শহীদ মিনারে অনশন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া ২০২৪ সালের গণআন্দোলনে সক্রিয় থাকাকালীন ২২ জুলাই রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট তিনি মুক্তি পান।
মনোনয়ন প্রসঙ্গে আবেদ রাজা বলেন: “কুলাউড়ার মানুষের সঙ্গে আমার সম্পর্ক বহু দিনের। তারা আমার কাজ জানেন, আমিও জানি তাদের চাওয়া-পাওয়া। দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ এই আসনটিকে বিএনপির দুর্গে পরিণত করতে পারব।”





