কোম্পানীগঞ্জের চাটিবহরে মানব বন্ধন ও প্রতিবাদ সভা।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জের বৃহত্তর চাটিবহর এলাকায় মাদক,জুয়া,যাত্রাগাণের আসরসহ অনৈসলামিক ঘঠনায় স্হানীয় যুবসমাজ ফুঁসে উঠেছে। সম্প্রতি স্হানীয় বিপথগামী একটি চক্রের যোগসাজশে এলাকায় ছড়িয়ে পড়ছে মদ, গাঁজা,এমনকি নর্তকী দিয়ে গ্রামের পাশে গভীর রাতে গানবাজনা,অশালীন নৃত্যের অনুষ্ঠান। বিষয়টি এলাকার যুবসমাজের দৃষ্টিগোচর হলে প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল হয়।
স্হানীয় উলামায়ে কেরাম,মুরব্বি, জনপ্রতিনিধি পরামর্শে প্রশাসনের দৃষ্টিগোচর করতে ডাকা হয় প্রতিবাদ সভা ও মানববন্ধনের।
২৭ শে অক্টোবর রবিবার বেলা ৪ টায় মাদক জুয়া এবং অনৈতিক কাজের বিরুদ্ধে চাটিবহর এলাকাবাসীর প্রতিবাদ সভা ও মানববন্ধন সম্পন্ন হয়।
স্হানীয় বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দিন সাহেবের সভাপতিত্বে, চাটিবহর খাদিজাতুল কুবরা(রা:) মহিলা টাইটেল মাদ্রাসার শিক্ষক মাও:কাওছার আহমদ ফরহাদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চাটিবহর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম মাও:নূরউদ্দিন,মাও :আল আমিন মোশাররফ, মাও:বুরহান উদ্দিন, জালাল উদ্দিন, যুবনেতা, আশরাফুল রায়হান আহমদ, লাহিম আহমদ, যুবায়ের আহমদ,একরাম হুসেন প্রমুখসহ কয়েকশতাধিক তৌহিদী জনতা।
নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যে বা যারা সমাজ,ইসলাম,ও দেশ বিরোধী কাজে জড়িত হয়েছেন অনতিবিলম্বে সকল অশুভ কাজ থেকে ফিরিয়ে আসার আহবান জানান। অন্যথায় প্রশাসনকে অবগত করে দূর্বার আন্দোলন গড়ে তুলে সমুচিত জবাব দিতে চাটিবহর বৃহৎ এলাকা সমুচিত জবাব দিতে প্রস্তুত।





