সিলেটে হোটেল রাজমনি সিলগালা, আটক ৩
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
ছবি – ফাইল
সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক ও একটি হোটেল সিলগালা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরের জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক ও হোটেল সিলগালা করা হয়।
আটককৃতরা হলেন- ওহাব মিয়া(২৫), বিল্লাল হোসেন(২৭) ও কবিতা আক্তার(৩০)।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কোতয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেল সিলগালা করা হয়।
সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল রাজমনি সিলগালা করা হয়েছে।





