ছাতকে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা না থাকায় সেবাগ্রহীতাদের ভোগান্তি
ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ
কর্মকর্তা সংকটে ভুগছে ছাতক উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়। ওই দপ্তরে বর্তমানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন দোয়ারাবাজার উপজেলায় কর্মরত লুৎফর রহমান। কর্মকর্তা সংকটের কারণে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এবং ব্যাহত হচ্ছে উন্নয়ন কার্যক্রম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে পিআইও মাহবুব রহমানকে ছাতক থেকে অন্যত্র বদলী করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে এখানে পিআইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় দোয়ারাবাজার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমানকে। তিনি ছাতকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন দোয়ারাবাজার থেকে। শুধু উপজেলা সমন্বয় সভায় অংশ নিতে আসা ছাড়া কখনো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমানকে ছাতকে দেখা যায়নি। ফলে উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে বাস্তবায়নকৃত সবগুলো প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন ঘটছে।
গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর-কাবিখা প্রকল্পের আওতায় ব্যাপক সংখ্যক প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এগুলো তদারকি ও বিল প্রদানে সবসময়ই বিঘ্ন ঘটছে। চেয়ারম্যান ও মেম্বারদেরকে দেওয়া প্রকল্প সংশ্লিষ্ট কাজের স্বাক্ষর ও প্রকল্পের টাকার চেক গুলো দোয়ারাবাজার থেকে স্বাক্ষর করিয়ে আনতে হচ্ছে। পিআইও অফিসে আউটসোর্সিং এ কর্মরত রুবেল মিয়া সরকারি কাগজপত্র ও টাকার চেক গুলো দোয়ারাবাজার গিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে আসছেন। এতে যেকোনো সময় সরকারি তথ্যসহ প্রকাশসহ সরকারি প্রকল্পের টাকার চেক গুলোর ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেল বলেন, জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে সিলেট বিভাগের মধ্যে ছাতক হচ্ছে গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানে স্থায়ী একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা না থাকায় জনপ্রতিনিধিদের প্রকল্প বাস্তবায়নসহ এই অফিস সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন কাজে সেবা গ্রহীতাদেরকে মারাত্নক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, এখানে স্থায়ী একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রণালয় সহ সুনামগগঞ্জ জেলা প্রশাসক বরাবরে পত্র দিয়ে অনুরোধ করা হয়েছে।





