ছাত্র পরিষদ কোম্পানীগঞ্জ এর আয়োজনে মেধাবৃত্তি অনুষ্ঠিত। মেধা বিকাশে অঙ্গীকারবদ্ধ কোছাপ।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে উপজেলার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার ৪র্থ ও ৭ম শ্রেণির ২৪১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪র্থ শ্রেণির ১৫৪ ও ৭ম শ্রেণির ৮৭ জন পরিক্ষার্থী ছিল।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের আহবানে উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এ পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দ্বায়িত্ব পালন করেন ভাটরাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কোছাপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)।
কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কোছাপের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর রায়, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ নূর হোসেন ও বর্তমান সভাপতি শরীফ আহমেদ মাহদী, সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন সহ শিক্ষাদরদী আরো অনেকে ছিলেন উপস্থিত।
কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এ পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোছাপ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই বৃত্তি পরীক্ষা আয়োজনের মধ্যে দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ করে দিয়েছে। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তুমুল সাড়া জাগিয়েছে। আশা করি পূর্বের ন্যায় এর দ্বারা অব্যাহত রাখবে কোছাপ।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ ১৯৮৫ সনে শিক্ষার আলো ছড়াতে প্রখর মেধা ও শিক্ষাদরদী পরবর্তী সময়ে যিনি ইউনিয়ন/উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন সেই কীর্তিমান পুরুষ জননেতা এম,তৈয়বুর রহমান এর হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করে।
সীমান্ত জনপদ কোম্পানীগঞ্জের অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষার আলোকবর্তিকা বাতি হয়ে মেধাবীর খোঁজে উৎসাহ উদ্দীপনা দিতে কোছাপ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বর্তমান কোছাপ সভাপতি হেলাল উদ্দিন,ও সেক্রেটারি মারজান উদ্দিন।
আলাপকালে সভাপতি ও সেক্রেটারি শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষার প্রসারে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের প্রতিষ্ঠিাতা মরহুম এম তৈয়বুর রহমানের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ উপজেলাবাসী তার অবদানের কথা আজন্মকাল স্বরণ রাখবে বলে জানান।
নেতৃবৃন্দ কোছাপ শাখার সবার সহযোগিতাসহ উপজেলার শিক্ষাদরদী শ্রেনীপেশার আন্তরিকতা, উৎসাহে কোছাপ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সুসম্পন্ন হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




