কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইদ্রিস আলী গ্রেফতার
কুলাউড়া প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশ এক সফল অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামী ইদ্রিস আলী (৩৪)-কে গ্রেফতার করেছে।
শনিবার (২ নভেম্বর ২০২৫) ভোর ৬টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, তার সঙ্গে ছিলেন এএসআই আরিফুল ইসলাম, এএসআই বাবুল মিয়া ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
এই সফল অভিযানটি পরিচালিত হয় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন-এর নির্দেশনা ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক-এর সার্বিক দিকনির্দেশনায়।
গ্রেফতারকৃত ইদ্রিস আলী রয়ইব আলীর পুত্র এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের স্থায়ী বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাত দলের সদস্য হিসেবে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে কুলাউড়া থানাসহ আশেপাশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ইদ্রিস আলী মূলত রাতে মহাসড়ক ও জনবহুল এলাকায় ডাকাতি সংঘটিত করতো। তার বিরুদ্ধে পূর্বেও একাধিকবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সম্প্রতি সে আত্মগোপনে ছিল এবং নিয়মিত ঠিকানা পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা কঠিন হয়ে পড়েছিল। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও মাঠ পর্যায়ের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, “আমরা সমাজে অপরাধ ও ডাকাতি দমনে কঠোর অবস্থানে আছি। অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নেই। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন বলেন, “কুলাউড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। জনগণ সহযোগিতা করলে এলাকায় অপরাধ দমনে আরও সফলতা আসবে।”
এ ঘটনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট টিমের তৎপরতা এলাকায় প্রশংসার জন্ম দিয়েছে। স্থানীয়রা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন অভিযানের মাধ্যমে এলাকাবাসী আবারও নিরাপত্তার স্বস্তি পাচ্ছে।”





