বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার আসামী চেয়ারম্যান মঞ্জু দাস গ্রেফতার
বানিয়াচং প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার আসামী ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মঞ্জু কুমার দাস (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ রা নভেম্বর) দুপুর দেড়টায় দৌলতপুর কাদিরগঞ্জ বাজার থেকে
অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।
ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে ৯ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





