জৈন্তাপুরে ইয়াবা সহ দুই যুবক গ্রেফতার
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে রাত্রিকালীন অভিযানে দুই যুবককে ১২০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৩রা নভেম্বর ২০২৫ খ্রি.(সোমবার) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে জৈন্তাপুর থানাধীন দরবস্ত এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তেলিঝুরি গ্রামের শেলটেক ২ নম্বর গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের ১২০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাহান (২৫), পিতা- মান্নান মোল্লা, সাং- হরিপুর পূর্বটুল জৈন্তাপুর ও সাব্বির আহমদ রাহিম (২৬), পিতা- হেলাল আহমদ, সাং- পশ্চিম বালিপাড়া জৈন্তাপুর।
পুলিশ আরো জানায় আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মঙ্গলবার সকালে তাদের পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।





