যে চেহারার পুরুষ পছন্দ মালাইকা’র
বিনোদন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
বলিউড তারকা মালাইকা
বলিউড তারকা মালাইকা আরোরা আবারও আলোচনায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে—তিনি নাকি হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।
মালাইকা অতীতে এক সাক্ষাৎকারে নিজের পছন্দের পুরুষের ধরন নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ করি। অতিরিক্ত পরিপাটি বা গোঁফ-দাড়ি কামানো ছেলেদের প্রতি আমার আগ্রহ নেই।”
তিনি আরও বলেন, “আমার এমন কাউকে ভালো লাগে যে প্রকাশ্যে আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লার্ট করতে পারে এবং ভালো চুমু খেতে জানে। পুরুষের মধ্যে শক্ত চোয়াল আর স্পষ্টভাষিতা আমাকে আকর্ষণ করে।”
সেই সাক্ষাৎকারেই দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ উঠলে মালাইকা বলেন, “আমি বিশ্বাস করি ভালোবাসায়। তাই ভবিষ্যতে বিয়ে করব কি না, তা এখনই বলা যাচ্ছে না।”
উল্লেখ্য, মালাইকা ও অর্জুন কাপুরের সম্পর্ক ভাঙে গত বছর। এরপর থেকেই বলিউড মহলে জোর গুঞ্জন, নতুন করে হর্ষ মেহতার সঙ্গেই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।





