শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান দেশকে দূর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন: ডা. জীবন
বানিয়াচং প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
হবিগঞ্জ-২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বিএনপি সর্ব বৃহৎ রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে দূর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন। বিএনপি দেশের উন্নয়নের জন্য সমমনা রাজনৈতিক দলকে নিয়ে ৩১ দফা কর্মসূচি দিয়েছে। ৩১ দফার মাধ্যমে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা ও মেহনতি মানুষসহ নাগরিক অধিকার নিশ্চিত করতে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এ ক্ষেত্রে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে আহবান জানান তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় হাসান মঞ্জিলে ” টিম অব হান্ড্রেডস” ও জননী -২৫ গঠন উপলক্ষে বানিয়াচংয়ের ১৩৫ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আল হাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহির হোসাইন এর সঞ্চালণায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির সদস্য মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, মোঃ মোশারফ হোসেন, হারুন লস্কর, মখলিসুর রহমান আবু, শেখ আব্দাল হোসেন, আরশাদ ফজলে খোদা লিটন, ওয়াহিদুল মুরাদ ও ইকবাল হোসাইন নিপ্পনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।





