জাফলংয়ে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ২:২৩ অপরাহ্ণ
সিলেটের জাফলং তামাবিল রোডে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে তামাবিল রোডের ডৌবাড়ি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৩৫)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল মালেকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।





