দোয়ারাবাজার সীমান্তে ১৪ ভারতীয় গরু জব্দ
দোয়ারাবাজার প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২৩৪/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় এলাকা থেকে গরুগুলো জব্দ করে। জব্দকৃত ১৪টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।





