জৈন্তাপুরে সেনা চেকপোস্টে গাঁজা ও সিএনজিসহ দুই ব্যক্তি আটক
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড সেনাবাহিনীর চেকপোস্টে গাঁজা বহনের সময় সিএনজিসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৫ই নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে ২৭ বীর ইউনিট কর্তৃক পরিচালিত তল্লাশি অভিযানে একটি সিএনজিতে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সিএনজি সহ দুইজনকে আটক করে সেনা ক্যাম্পে নেওয়া হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার হরিপুর গ্রামের মৃত হাসান মিয়ার পুত্র মো. ইসলাম উদ্দিন (৩৫) ও উপজেলার শিকারখাঁ গ্রামের মাহমুদ আলির পুত্র মো. মইনুদ্দিন (৩০)।
এ সময় তাদের নিকট হতে জব্দকৃত মালামালের ২ কেজি গাঁজা, নগদ অর্থ, ২টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন ফোন সহ সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা সমপরিমাণ।
পরে দুপুর ১২ ঘটিকায় আটককৃত দুইজন সহ সিএনজি, গাঁজা এবং অন্যান্য আলামত সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক উত্তম পালের নিকট হস্তান্তর করা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর এমন তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।





