দিরাইয়ে ব্যবসায়ীর বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাইয়ে এক ব্যবসায়ীর বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে দিরাই পৌর শহরের বাজার সংলগ্ন দাউদপুর এলাকায় দিরাই বাজারের ব্যবসায়ী প্রশান্ত কুমার রায়ের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার রাতে প্রশান্ত কুমার রায় চিকিৎসার প্রয়োজনে স্বপরিবারে সিলেট শহরে অবস্থান করছিলেন। বাসাটি তালাবদ্ধ ছিল। ভোরে প্রতিবেশীরা দরজা খোলা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশান্ত কুমার রায়ের ভাই টিংকু রায় বলেন, তালা ভেঙে চোরের দল ভিতরে প্রবেশ করে বাসার সকল মালামাল তছনছ করেছে। চোরেরা ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও একটি এলইডি টেলিভিশন নিয়ে গেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তকে বলা হয়েছে লিখিত অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





