সিলেটে বিএনপিতে টানাপোড়েন: তিন আসনে ক্ষোভ, স্বস্তিতে সিলেট–২
লিমন তালুকদার :
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
সিলেট জেলার ছয় সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সিলেট–২ আসন ছাড়া বাকি তিনটি আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও অস্থিরতা দেখা দিয়েছে। দীর্ঘদিনের মাঠের নেতা, স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক ত্যাগকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে তৃণমূল বিএনপির পক্ষ থেকে।
সিলেট–২: ইলিয়াস আলীর স্ত্রীর মনোনয়ন, স্বস্তি ফিরেছে দলে
দীর্ঘদিন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পর তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন। এর আগে গুঞ্জন ছিল তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিকে মনোনয়ন দেয়া হতে পারে। ক্ষোভ ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত তাকে যুগ্ম মহাসচিব পদ দিয়ে পরিস্থিতি সামাল দেয় বিএনপি।
সিলেট–১: আরিফ বাদ, মনোনয়ন পেলেন মুক্তাদির
এ আসনে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তৃণমূলে তার জনপ্রিয়তাও ছিল উল্লেখযোগ্য। তবে শেষ পর্যন্ত বিএনপি মনোনয়ন দিয়েছে আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে।
মনোনয়ন না পেয়ে আরিফুল হক চৌধুরী হতাশা প্রকাশ করেছেন এবং তাকে জরুরি আলোচনার জন্য ঢাকায় তলব করা হয়েছে বলে জানা গেছে।
সিলেট–৩: প্রবাসী প্রার্থী নিয়ে ক্ষোভ
স্থানীয় নেতাদের কার্যক্রম, ত্যাগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি সত্ত্বেও এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে। ফলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ জামালসহ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় যোগাযোগ ও আর্থিক সক্ষমতার কারণে প্রবাসীরা অগ্রাধিকার পাচ্ছেন, যা তৃণমূলের মধ্যে হতাশা তৈরি করছে।
সিলেট–৬: চমক এনে মনোনয়ন পেলেন এমরান চৌধুরী
ফয়সল আহমদ চৌধুরী ও আবুল কাহের শামীমের নাম আলোচনায় থাকলেও বিএনপি মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে। এই ঘোষণায় দলের ভেতরে বিস্ময় ও অসন্তোষ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ আসনে জামায়াত ইতোমধ্যে কেন্দ্রীয় নেতা মো. সেলিম উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে এবং তার শক্তিশালী মাঠপর্যায়ের উপস্থিতি রয়েছে।




