কমলগঞ্জে শেষ হলো মণিপুরী সম্প্রদায়ের মহারাসোৎসব
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাসলীলা শেষ হয়েছে বৃহস্পতিবার ভোরে। কার্তিক পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই উৎসবে দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ অংশ নেন।
মাধবপুর জোড়ামণ্ডপ মাঠে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় ১৮৩তম রাসোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আদমপুর গ্রামে বিষ্ণুপ্রিয়া ও মী-তৈ মণিপুরীদের ৪০তম আলাদা রাসোৎসবও হয়।
উৎসবকে কেন্দ্র করে বসে বিশাল মেলা, নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের মিলনমেলায় রূপ নেয় এই উৎসব।





