জৈন্তাপুরে চলন্ত সিএনজি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ
জৈন্তাপুর উপজেলায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়ে মোঃ হারুন অর রশিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হারুন অর রশিদ, পিতা- আব্দুল সামাদ, সাং- কলাগ্রাম, থানা- জৈন্তাপুর। তিনি শুক্রবার (৭ই নভেম্বর) রাত ৯:০০ ঘটিকায় দরবস্ত বাজার থেকে হরিপুর বাজারগামী একটি অজ্ঞাত সিএনজিতে যাত্রী হিসেবে যাত্রা করেন। তিনি ডান পাশে সামনের সিটে বসেছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানাধীন পাখিটেকি নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে তিনি চলন্ত সিএনজি থেকে রাস্তায় পড়ে যান।
এতে তাঁর মাথার পিছনের অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে।





