সিলেট সীমান্তে বিজিবির সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও টমেটো আটক
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। গত ৭ ও ৮ নভেম্বর তারিখে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি’র সদস্যরা প্রায় ২৬,৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১২,১২০ কেজি টমেটো আটক করেন।
অভিযানে অংশ নেয়া বিওপি সমূহের মধ্যে ছিল বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম এবং প্রতাপপুর। বিজিবি জানায়, এই বিপুল পরিমাণ পেঁয়াজ ও টমেটো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের পর পাচারের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব কৃষিপণ্য জব্দ করা হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি,র পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বৈধ বাজার ব্যবস্থা রক্ষা এবং স্থানীয় কৃষকদের স্বার্থে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, জাল টাকা, মাদক এবং অন্যান্য চোরাচালান রোধেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত পণ্য সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





