আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম জৈন্তাপুরের হাবিবুল্লাহ
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে উস্তাদসহ পবিত্র ওমরাহ পালনের সৌভাগ্য অর্জন করেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত আল-মনসূর মাদরাসার হিফজ শাখার ছাত্র হাফিজ হাবিবুল্লাহ।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত দারুল উলুম হেমু মাদরাসায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এ সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পুরস্কার হিসেবে তিনি তাঁর উস্তাদসহ পবিত্র ওমরাহ পালনের জন্য মনোনীত হন।
সৌদি এয়ারলাইন্সে রবিবার (৯ই নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের ফ্লাইটে তাঁরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা-মদিনার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।
হাফিজ হাবিবুল্লাহর পিতা হাফিজ এহসান উল্লাহ দরবস্ত আল-মনসূর মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক। নিজ সন্তানের উস্তাদ ও অভিভাবক হিসেবে তিনিও পবিত্র ওমরাহ পালনের সৌভাগ্য অর্জন করছেন।
দরবস্ত আল-মনসূর মাদরাসা দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হিফজ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আসছে। ২০১৫ সালে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় এই মাদরাসার ছাত্র হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের বহু প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ম, ২য় ও ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।
মাদরাসা কর্তৃপক্ষ হাফিজ হাবিবুল্লাহ ও তাঁর উস্তাদের জন্য দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তাআলা যেন তাঁদের ওমরাহ কবুল করেন এবং আল-মনসূর মাদরাসাকে ইলমে দ্বীনের এক খাঁটি মারকাজ হিসেবে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন।”





