সিলেট-৪ আসনে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিতে হবে: হাকিম চৌধুরী
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) প্রার্থী নির্ধারণে তৃণমূল নেতাকর্মীদের মতামতকেই সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে।
তিনি বলেন, “দল এখনো কাউকে মনোনয়ন দেয়নি। আমি মাঠে আছি, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত মাঠে থাকব। তবে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি হলে তৃণমূলে বিভক্তি বাড়বে।”
রবিবার (৯ নভেম্বর) বিকেলে রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজারে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, যুগ্ম সম্পাদক ও কৃষক দলের আহ্বায়ক মাহবুব আহমেদ প্রমুখ।
পথসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।





