মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোছা. লিপি আক্তার (২৫)। তিনি সম্ভতপুর গ্রামের মো. রফিক মিয়ার স্ত্রী।
রোববার সকালে উপজেলার আধাঐর ইউনিয়নের সম্ভতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, লিপিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
মাধবপুর থানার ওসি সহিদ উল্যা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





