হবিগঞ্জে ইসকন মন্দিরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি
হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় ইসকন মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনায় মন্দিরের রান্নাঘরের কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো প্রাণহানি বা ব্যাপক ক্ষতি হয়নি।
ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী জানান, সকালে রাধুনিরা রান্নার কাজ করছিলেন। অসাবধানতাবশত কড়াইয়ে তেল ঢালার সময় আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং রান্নাঘরের আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে মন্দিরের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন সম্পূর্ণ নেভানো হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মন্দির ও আশপাশের এলাকা।
অগ্নিকাণ্ডের সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় কেউ হতাহত হননি।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহবুদ্দিন শাহীন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাটি খুব সামান্য ছিল, বড় কোনো ক্ষতি হয়নি।”





