উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন, আনিসুল হক
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদল জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা- মধ্যনগর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ¦ আনিসুল হক ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক করেন।
সোমবার (১০ নভেম্বর) লাউড়েরগড় বাজারে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয় নিশ্চিত করতে ওই এলাকার স্থানীয় ভোটারের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান করা হয়।
এসময় প্রধান অথিতির বক্তবে কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও বিএনপি’র ধানের শীষ মনোনিত প্রার্থী আলহাজ¦ আনিসুল হক বলেন, ‘আমরা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। ‘আমরা সেই ৩১দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।’ তিনি আরোও বলেন- সুনামগঞ্জ-১ আসনটি হাওরবেষ্টিত এলাকা, এখানে উন্নয়ন হবে মানুষের অংশগ্রহন ও সম্প্রীতির ভিত্তিতে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’
এসময় বাদাঘাট ইউনিয়নের সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার, উত্তর বড়দল ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।





