আনিসুল হকের সমাবেশে পাড় কাটা মামলার আসামিরা, চলছে সমালোচনা
সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের সমাবেশে দেখা গেছে যাদুকাটা নদীর পাড় কাটা মামলার কয়েকজন আসামিকে। মঙ্গলবার প্রাপ্ত ছবিতে দেখা গেছে, রাকাব উদ্দিন—যিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক—অনুষ্ঠানের মঞ্চে আনিসুল হকের পাশে বসে আছেন।
গত মাসে (অক্টোবর) যাদুকাটা নদীর একশ ফুট প্রস্থ এবং এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের পাড় কেটে হাজারো বাল্কহেড দিয়ে কয়েকশ কোটি টাকার বালু লুটের ঘটনা ঘটে। এতে ইজারাদার, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তিনটি মামলা দায়ের করে। মামলাগুলোতে মোট ১১৯ জনকে আসামি করা হয়েছে।
রাকাব উদ্দিনসহ আরও কয়েকজনের নাম পরিবেশ সংরক্ষণ আইনের মামলায় উল্লেখ থাকলেও তিনি দাবি করেছেন, “আমি সবসময় পাড় কাটা রোধে কাজ করেছি। রাজনৈতিক প্রতিপক্ষের কারণে আমার নাম এসেছে।” অন্যদিকে, বিএনপি প্রার্থী আনিসুল হক বলেন, “যদি কোনো আসামি আমার সঙ্গে থাকে, আমি তার থেকে দূরে থাকব। কোনো অপরাধীকে সঙ্গে রাখব না।”
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান মন্তব্য করেছেন, “যদি কেউ আইনগতভাবে অপরাধী হয়, দলীয় কাজে আরও সতর্ক থাকতে হবে। তবে মানুষ ভোটের মাধ্যমে সঠিক জবাব দেবে।”
তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসাইন জানালেন, “যাদুকাটা নদীর পাড় কাটা সংক্রান্ত মামলার তদন্ত চলছে। যাদের প্রমাণিত হবে, তাদের চার্জশীটে অন্তর্ভুক্ত করা হবে।”
সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হক জানান, ইতোমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, এবং আসামি গ্রেপ্তারের জন্য তাগাদাপত্র পাঠানো হবে।
সমালোচকরা বলছেন, নির্বাচনী প্রচারণায় এমন আসামিদের মঞ্চে দেখা সমাজে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে এবং আইনের প্রতি অবমাননা প্রতিফলিত করছে।





