জৈন্তাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২০) ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ছবির আহমেদ সাব্বির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছবির উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প (নয়াবস্তি) এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পিতা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে ওই নারী নিজ বাড়ির বারান্দায় বসে ছিলেন। সে সময় প্রতিবেশী ছবির আহমেদ সাব্বির তাঁকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের গোসলখানার কাছে নিয়ে যান। পরে তিনি নারীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং বিবস্ত্র করার চেষ্টা করেন।
চিৎকার শুনে ভুক্তভোগীর মা দৌড়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। স্থানীয় লোকজন পরে ছবিরকে আটক করে ভুক্তভোগীর পরিবারের হাতে তুলে দেন। পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।”





