সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি পরিত্যক্ত গুদামঘরে আগুন লেগেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নগরের তালতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএলের উপমহাব্যবস্থাপক মিহির রায় বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, “ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।”





